যশোরে ছয় ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো ৪ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

ছয় ঘণ্টার ব্যবধানে যশোরে সড়ক দুর্ঘটনায় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শহরতলীর ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন-চাচড়া খামারপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও বর্মণ পাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ(৫৫)।

নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। এ ঘটনায় নন্দ ঘোষ নামে আরেক বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ আহত হয়েছেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আহত বৃদ্ধ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পতেঙ্গালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ট্রাকচালককে এখনো আটক হয়নি। আটকের অভিযান অব্যাহত।

এর ছয় ঘণ্টা আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হন। নিহতরা হলেন উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন(১৮)।

মিলন রহমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।