ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আশিষ চন্দ্র দাস (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইসলামাবাদ (গোগদ) নামক এলাকা এ দুর্ঘটান ঘটে। নিহত আশিষ চন্দ্র দাস উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের দাসপাড়া এলাকার শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

হাসপাতাল সূত্রে ও পুলিশ জানান, রাত ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি আশিষ চন্দ্র দাসের মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এক পিকআপ চালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন আশিষ।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. আওয়াতিফ ইবনে মাতিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিষ চন্দ্র দাস মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।