তেল বরাদ্দ নেই, দেড় মাস বন্ধ হাসপাতালের অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২২

তেল বরাদ্দ না থাকায় ফরিদপুর জেনারেল হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স গত দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। কোনো উপায় না পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৭ সালে ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। শহরের নিলটুলী মুজিব সড়কের পাশে ১২৫ শয্যার হাসপাতালটি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শহর ও আশপাশের রোগী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসাসেবা নিতে আসেন।

শহরের বাসিন্দা বিভাস সাহা জানান, এক স্বজন অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করলে জানানো হয় তেল বরাদ্দ নেই। তাই দুটি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। পরে দ্বিগুণ ভাড়ায় একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।

বোয়ালমারী উপজেলার পৌরসভার বাসিন্দা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের এলাকার পরিচিত একজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলাম। সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। সরকারি অ্যাম্বুলেন্স হলর ৭০০-৮০০ টাকা ভাড়া। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় তাকে বাড়ি নিতে আড়াই হাজার টাকার বেশি খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে বাড়ি যেতে হয়।

জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. মোতাহার হোসেন জানান, তেল বরাদ্দ না থাকায় প্রায় দেড় মাস ধরে অ্যাম্বুলেন্স দুটি বন্ধ। অ্যাম্বুলেন্স না চালালেও প্রতিদিন নিয়মিত হাজিরা দেই।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) গণেশ কুমার আগারওয়ালা জাগো নিউজকে বলেন, অ্যাম্বুলেন্স চলাচলের জন্য কোনো তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে না। যার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। পেট্রলপাম্পে প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া পড়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জাগো নিউজকে বলেন, বর্তমানে চাহিদা মতো তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে না। যার কারণে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স বন্ধ রাখতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (অর্থ) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েক দফায় লিখিত চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে আবার এ সেবা চালু হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।