যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাজ্যের রচডেলে সন্ত্রাসীদের হামলায় ক্বারি হাফিজ জালাল উদ্দিন (৫০) নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রচডেল সাউথ স্ট্রিট পার্কে এই ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত ক্বারি জালাল উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রচডেল সাউথ স্ট্রিট পার্কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
 
নিহতের ছেলে জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, তার পিতা ২০০২ সালে যুক্তরাজ্যে যান। তার মৃতদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে।

ছামির মাহমুদ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।