ভোলায় বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:২১ এএম, ১৮ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

ভোলায় বাথরুম থেকে নুর জাহান বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুর জাহান বেগম ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ গ্রামের খন্দকার বাড়ির মো. কবির খন্দকারের স্ত্রী।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। এ নিয়ে আদালতে মামলাও চলছিল। গত প্রায় দেড় বছর ধরে পারিবারিক কলহের কারণে নুর জাহান বেগম তার বাবার বাড়ি থাকতেন।

‘আজ রাত ৮টার কবিরের মা বাথরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন ভেতর থেকে আটকানো। পরে তিনি স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা বাথরুমে নুর জাহান বেগমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।’

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি। নিহতের স্বামীর পরিবারের দাবি নুর জাহান বেগম দেড় বছর ধরে বাবার বাড়ি থাকেন। তাদের মধ্যে তালাক হয়ে গেছে। আজ সন্ধ্যায় সে তার স্বামীর বাড়িতে কীভাবে প্রবেশ করে বাথরুমে ঢুকেছেন তা তারা জানেন না। তবে স্থানীয়রা তালাকেরর বিষয়ে কিছু জানেন না।

তিনি আরও জানান, গৃহবধূ নুর জাহান বেগম কীভাবে স্বামীর বাড়ির বাথরুমে আসলো এটি রহস্যময়। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। এটি হত্যা না কি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পুরো বিষয়টি নিশ্চিত হবে পারবো।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।