২০-২১ ডিসেম্বর বান্দরবান-রাঙ্গামাটি রুটে বাস চলাচল বন্ধ

আগামী ২০ ও ২১ ডিসেম্বর বান্দরবান-রাঙ্গামাটি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বান্দরবানের শৈলশোভা পরিবহন মালিক সমিতির সভাপতি অমল দাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে চলাচলকারী পূবার্নী পরিবহনের বাসচালক মো. ফরিদ বলেন, গত ৪ ডিসেম্বর রাঙ্গামাটির রাজস্থলী এলাকা থেকে বান্দরবানের এক বাসিন্দাকে অপহরণ করা হয়। এ ঘটনায় রোববার (১৮ ডিসেম্বর) রাজস্থলীতে গিয়ে সমাবেশ করে বান্দরবানের বাঙালি পরিষদ। এসময় অপহৃতকে মুক্তি না দেওয়ায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর বান্দরবান-রাঙ্গামাটি সড়কে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেন তারা।
এ বিষয়ে শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ জাগো নিউজকে বলেন, রাঙ্গামাটি পরিবহন সমিতির সিদ্ধান্তে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বান্দরবান থেকে কোনো গাড়ি রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে না।
নয়ন চক্রবর্তী/এমআরআর/এএসএম