সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মো. শামিম রেজা (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় শরিফুল ইসলাম (৩৩) নামের আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে।

রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে ভারতের চাঁদনি চক এলাকার মরা গঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। শামিম উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আহত শরিফুল বিশরশিয়া গ্রামের পোড়াপাড়া মহল্লার মৃত সোহবুল হকের ছেলে।

শামিমের মা শেরিনা বেগম বলেন, ‘রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ছেলে। রাতে আর বাসায় ফেরেনি। হঠাৎ সকাল ৮টার দিকে শুনছি বিএসএফের গুলিতে আমার সে মারা গেছে। সারাদিন পার হয়ে রাত নামলো কিন্তু আমার ছেলের খোঁজ পেলাম না।’

চাচা জিয়াউর রহমান বলেন, ‘গরু আনতে কয়েকজন রাখালের সঙ্গে ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শামিম। অন্যরা বাড়ি ফিরে এলেও নিখোঁজ আছে শামিম রেজা। ফিরে আসা গরুর অন্য রাখালরা জানান, শামিম বিএসএফেরর গুলিতে মারা গেছে।’

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ‘রাতে ১০-১২ জন মিলে ভারতে গরু আনতে গিয়েছিলেন। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মরা গঙ্গা নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা হন শামিম রেজা। এছাড়া হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন শরিফুল ইসলাম। আহত ব্যক্তিকে রাজশাহী কোন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সেই হাসপাতালে ঠিকানা বা নাম আমার জানা নেই।

তিনি আরও বলেন, ‘বেঁচে যাওয়া অন্য রাখালরা একত্রিত হয়ে মরদেহ উদ্ধার করে আনার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। শুধু রক্ত দেখে ফিরে এসেছে। তাদের ধারণা বিএসএফ অন্য ঘটনার মতোই মরদেহ গুম করে নিয়েছে।’

জানতে চাইলে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর ঝড়ু বলেন, সাীমান্তে গোলাগুলির খবর লোকমুখে শুনেছি। এ ঘটনায় শামিম রেজা নামের এক রাখাল নিহত হয়েছেন। আহত আরেক যুবক রাজশাহীর একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জগো নিউজকে বলেন, ভারতে গরু আনতে গিয়ে একজন মারা গেছে এমন খবর সকাল থেকেই শুনতে পাচ্ছি। কিন্তু তাঁদের পরিবার পুলিশি হয়রানী থেকে বাঁচতে মুখ খুলছে না।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০ টা থেকে বিএসএফের গুলিতে একজন নিহত ও আহতের খবর শুনেছি। তাই আমাদের সদস্যরা মাঠে কাজ করছে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো ঘটনার আলামত পায়ব।

সোহান মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।