ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের দানবীর লোকনাথ দীঘির মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনালে কাবাডি সোসাইটি অব ব্রাহ্মণবাড়িয়া ৩২-২৩ পয়েন্টে সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের গ্রুপে ২৯-৯ পয়েন্টে সরাইল উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, খেলায় অংশ নিলেই জয়ী হতে হবে এমন কোনো কথা নেই। অংশ নেওয়াটাই বড় বিষয়। মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা হচ্ছে অন্যতম হাতিয়ার।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসনের সহায়তায় কাবাডি লীগের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। ১৫ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ছেলেদের আটটি ও মেয়েদের তিনটি দল অংশ নেয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।