নারীর ভ্যানিটি ব্যাগে মিললো ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২০ ডিসেম্বর ২০২২
অভিযানে ইয়াবাসহ আটক হন দুজন

ফেনীতে ইয়াবাসহ পারভীন আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গ্রামের মো. রানার স্ত্রী।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোলে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় পারভীন আক্তারের হাতে থাকা ভ্যানেটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সময় মো. আলী (১৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা। আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের মো. হাসেমের ছেলে। পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ আটক এক নারী ও একজন যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।