শরীয়তপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

শরীয়তপুরে আম বয়ানের মধ্যদিয়ে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। বুধবার (২১ ডিসেম্বর) জিম্মাদারের দায়িত্বে থাকা মুরব্বি নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। ইজতেমায় দেশিয় জামাতসহ সুদান, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া ও ইন্ডিয়ার চারটি জামাত এবং একটি বাক প্রতিবন্ধীদের জামাত ইজতেমায় অংশ নিবে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা কানার বাজার এলাকায় ৮ একর জায়গায় ইজতেমার আয়োজন করা হয়। বুধবার বিকেল থেকে শরীয়তপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছেন।

নজরুল ইসলাম জানান, বিভিন্ন দেশ থেকে আসা তাবলীগের মুরব্বিরা তিন দিনব্যাপী ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়া ঢাকার কাকরাইল মসজিদ থেকে হজরত মাওলানা মনির বিন ইউসুফ নেতৃত্বে একটি জামাত এসেছেন ইজতেমা পরিচালনার জন্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ইজতেমাকে সফল করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতোমধ্যে ইজতেমায় দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।