পেঁয়াজের পর এবার বেনাপোলে টিসিবির মসুর ডাল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে এবার ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল আমদানি হয়েছে। যার প্রতি মেট্রিক টনের মূল্য এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে এসব মসুর ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব ডাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর বেনাপোল দিয়ে টিসিবির জন্য দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।

বেনাপোল বন্দর থেকে এ মসুর ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

এ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আতিয়ার রহমান জানান, সরকার ৪ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ৩২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরবর্তীতে বাকি ১০০০ হাজার টন মসুর ডাল আসবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, এ ডাল আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়ছে ১২৫ টাকা। বন্দর থেকে ডাল দ্রুত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল বন্দরে আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব ডাল ছাড় হয়ে যেন দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।

জামাল হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।