আওয়ামী লীগের একপক্ষের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৪০ এএম, ২২ ডিসেম্বর ২০২২

নাটোরে আওয়ামী লীগের একপক্ষের হামলায় আরেক পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এবং বড়গাছা খাদ্য গুদামের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৎস্যজীবী লীগ নেতা রিয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয় থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি অপসারণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এমপি সমর্থক বলে পরিচিত যুবলীগ কর্মী মিঠুন, মানিক পাশা, সেলিম, শাওন এবং সজিবের নেতৃত্বে ২০-২৫ জন মাদরাসা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থক শ্রমিক লীগ নেতা মো. আশার (৪০) ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন আশা।

পরে এমপি সমর্থক বলে পরিচিত ওই যুবকরাই শহরের বড়গাছা এলাকায় সদর উপজেলা খাদ্য অফিসের সামনে জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়ন (২৮), সাবেক স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদুর পারভেজ মাসুদ (৫২), সাবেক ছাত্রলীগ নেতা বুলবুলের (৩৭) ওপর হামলা করে। এ সময় শাহরিয়র রিয়নকে রক্ষা করতে গিয়ে সংসদ সদস্য সমর্থক বলে পরিচিত বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নাটোর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম শান্ত বলেন, আহত পাঁচজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস থেকে তার ছবি নামানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

তিনি অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান হাইব্রিডদের অনুপ্রবেশ ঘটিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

পাল্টা অভিযোগ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, সংসদ সদস্য হাইব্রিড ও বিএনপি-জামায়াত থেকে আসা সন্ত্রাসীদের লালন-পালন করছেন। তিনি নাটোরকে অশান্ত করার পাঁয়তারা করছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।