ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটক অর্ধশতাধিক থ্রি হুইলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে তিন চাকার যান চলাচল করায় কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় অভিযানে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ ও জিংলাতুলী এলাকায় এ অভিযান পরিচালনা করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

ZIP

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচলে চালকদের নিরুৎসাহিত করতে নিয়মিত লিফলেট বিতরণ, মাইকিং ও আলোচনা সভা করা হচ্ছে। কিন্তু চালকরা কোনো তোয়াক্কা না করে মহাসড়কে অবাধে চালাচ্ছেন এসব নিষিদ্ধ যানবাহন।

দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমাল রক্ষার্থে শুক্রবার দুপুর থেকে মহাসড়কে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করা হয়।

নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।