আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজনের নাম আবুল হোসেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাধারীপুরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Munsigonj1

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাধারীরপুর থেকে প্রাইভেটাকার যোগে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিল আবুল হোসেনসহ তার সহযোগীরা। সকাল ৯টার দিকে তাদের গাড়িটি মুন্সিগঞ্জ অতিক্রম করে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় ঢাকামুখী বুথের সামনে থেমে ছিল।এসময় পেছন থেকে আসা দ্রুত গতির তাজ আনন্দ নামের একটি বাস সজোরে ধাক্কায় দেয় প্রাইভেটকারটিকে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। আহত হয়েছেন প্রাইভেটকারের চালকসহ চারযাত্রী। দুর্ঘটনায় বাসের এক যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ ও টোল প্লাজায় কর্মরতরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহরুল সোহাগ জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চারযাত্রী ও বাসের একযাত্রী গুরুত্বর আহত হয়েছে। গাড়িগুলোকে সড়ক থেকে সরানোর হচ্ছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কারো মৃত্যুর হয়নি।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।