গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় পুলিশ ২০ জনকে আটক করে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মহানগরীর রাজবাড়ী সড়কের জজকোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলে আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও কয়েকজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ বিকেল সোয়া ৩টার দিকে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এসময় গাজীপুর জজ কোর্ট সংলগ্ন রাজবাড়ী সড়কের কাছে গণমিছিলে অংশ নিতে আসা কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলটি রাজবাড়ি সড়কে আসার সময় পেছন থেকে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপে ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের নায়েক জহির ও কনস্টেবল মিন্টু মিয়া আহত হন। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।