মাদারীপুরে জমে উঠেছে গরম কাপড়ের বাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

পৌষ মাস শুরু হতেই মাদারীপুরে বেড়েছে শীত। রাতে ও সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো জেলা। আর শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। মার্কেটের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে শীতের কাপড় বিক্রি। দোকানীরাও বাহারি রঙের শীতের পোশাক সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

মাদারীপুর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের আমিন সুপার মার্কেট, নিউ মার্কেট, জামান প্লাজা, সিটি সুপার মার্কেট, মসজিদ মার্কেট, কাপড় পট্টিসহ সব মার্কেটগুলোতেই শীতের কাপড় বিক্রি হচ্ছে। পাশাপাশি লেকপাড়ে, পুরাতন কোর্ট মোড় এলাকা, জজ কোট এলাকা, পুরানবাজারের ফুটপাত, চৌরাস্তাসহ শহরের বিভিন্ন খোলা জায়গাও শীতের পুরাতন কাপড় বিক্রি হচ্ছে। একই সঙ্গে এক শ্রেণী ব্যবসায়ী ভ্যানে করেও ঘুরে ঘুরে শীতের কাপড় বিক্রি করছেন।

মার্কেটগুলো ঘুরে দেখা যায়, দেশীয় কাপড়ের পাশাপাশি পাকিস্তানি ও ইন্ডিয়ান নানা ধরনের চাদর ও শীতের কাপড় ক্রেতাদের বেশি পছন্দ। ছেলেরা বেশি কিনছেন স্যুট-প্যান্ট, ব্লেজার, ফুল হাতার টি-শার্ট, লেদার কোর্ট, জ্যাকেট। মেয়েরা কিনছেন চাদর বা শাল, জ্যাকেটসহ বিভিন্ন ডিজাইনের সুয়েটার। সঙ্গে বিভিন্ন ডিজাইনের টুপিও কিনতে দেখা যায়। এসব দোকানগুলোতে বড়দের শীতের কাপড়ের মান অনুযায়ী ২০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত আছে। যে যার চাহিদা অনুযায়ী কিনছেন।

Madaripur3.jpg

পুরান বাজারের মসজিদ রোডে আসা ক্রেতা কাজী স্বপন বলেন, এবার শীতের জন্য জ্যাকেটে কিনেছি। ৮০০ টাকা নিয়েছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য দাম একটু বেশি। তবুও পছন্দ হলো তাই কিনলাম। বাচ্চাদের জন্যও কিনেছি। অন্য মার্কেটগুলোর তুলনায় এই মসজিদ মার্কেটে একটু কম দামে পাওয়া যায়। তাই এখান থেকে কিনলাম। অনেক শীত পড়েছে, না কিনেও উপায় নেই।

পুরান বাজারের মসজিদ রোড এলাকার ব্যবসায়ী মো. হান্নান বলেন, শীত বাড়ার কারণে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। বিক্রি অনেক বেড়েছে। বিশেষ করে শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে।

আমিন সুপার মার্কেটের বিক্রেতা সোহেল হোসেন বলেন, গতবারের চেয়ে এবার শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে। শীতের শুরুতে বিক্রি একদমই ছিল না। আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু শীত বাড়ার পাশাপাশি বিক্রি বেড়েছে। তাই আমরাও খুশি।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।