ফরিদপুরে বেদে পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে রাতের অন্ধকারে কম্বল নিয়ে দুস্থদের কাছে যাচ্ছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের মুন্সীরবাজার সংলগ্ন পালপাড়ার মাঠে ৩৫টি শীতার্ত বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগমসহ ডিসি অফিসের সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, গত কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। তাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হবে। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য থাকবে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম