নাটোরে ইউপি নির্বাচন
মোটরসাইকেল শোডাউন করায় নৌকার প্রার্থীর জরিমানা
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে জোয়াড়ী ইউনিয়নের নৌকার প্রার্থী চাঁদ মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাকে জরিমানা করা হয়।
জানা যায়, নির্বাচন বিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী চাঁদ মাহমুদ কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান প্রার্থী চাঁদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে আমি জানি। ভোটারদের চাপের কারণে এমনটা করা হয়েছিল।
রজোউল করমি রেজা/এফএ/জেআইএম