আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন: শাজাহান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। তিনি ক্ষমতায় এসে আমাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। শুধু মাদারীপুর না, সারা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশা আল্লাহ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাদারীপুর চরমুগরিয়া এসপিটিআইয়ের (শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট) মেরিন শিক্ষানবিশদের সনদ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসপিটিআইয়ের অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজার সভাপতিত্বে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপছিলেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।