শিবচরে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি এবং পণ্যে পরিবেশকের স্টিকার না থাকার অপরাধে মাদারীপুরের শিবচর উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজারে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঠাকুরবাজারের ভাই ভাই বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারিতে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য তৈরি, প্যাকেটে মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় মালিক মো. আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনোয়ার কসমেটিকস এবং ইত্যাদি কসমেটিকস নামের দুটি দোকানে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি এবং পণ্যের প্যাকেটে পরিবেশকের স্টিকার না থাকার অপরাধে উভয় দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদারীপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, আমরা বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছি। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করছিল। এছাড়া কসমেটিকসের দোকানেও নিষিদ্ধ বিদেশি পণ্য ছিল। আমাদের এই অভিযান নিয়মিত চলবে।
এসজে/এমএস