গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

Gazipur-2.jpg

ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, বুধবার সকাল সাতটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডিবিএলের একটি এবং জয়দেবপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কীভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।

এছাড়া, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।