ফরিদপুরে ইউএনও পরিচয়ে ইমামের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফোন করে ইমামের কাছে ইউএনও পরিচয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। ল্যাপটপ দেওয়ার কথা বলে স্থানীয় এক ইউপি সদস্যের মোবাইলফোনে কল করে মসজিদের ইমামের কাছে টাকা চাওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আমিনুর রহমান। তিনি উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর জামে মসজিদের ইমাম। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমিনুর রহমান নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর জামে মসজিদে ইমামতি করেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আ. হক হাওলাদার এসে বলেন, ভাঙ্গা উপজেলার ইউএনও আজিম উদ্দিন ইমাম আমিনুর রহমানের সঙ্গে মোবাইলফোনে কথা বলবেন। একপর্যায়ে মসজিদের ইমাম আমিনুর রহমান কথা বলেন। তখন ফোনের অপরপ্রান্ত থেকে ইমাম আমিনুরকে বলা হয়, আপনার নামে একটি ল্যাপটপ বরাদ্দ হয়েছে। সে বাবদ কিছু খরচ লাগবে।

এসময় একটি বিকাশ নম্বরও দেওয়া হয়। কিন্তু ইমাম মোবাইলফোনে নয়, সরাসরি ইউএনও অফিসে গিয়ে নগদ টাকা দেওয়ার কথা জানান। এতে ফোনের ওই ব্যক্তি তাকে গালিগালাজও করেন।

এ বিষয়ে ইউপি সদস্য আ. হক হাওলাদার জাগো নিউজকে বলেন, ঘটনাটি প্রতারকদের একটি ফাঁদ। ইউএনও পরিচয় দিয়ে আমার মোবাইলফোনে কল করে ইমাম আমিনুর রহমানের কাছে টাকা চায় প্রতারক চক্রটি। আমি বিষয়টি প্রথমে না বুঝলেও পরে বুঝতে পেরেছি। এটি একটি প্রতারণার ফাঁদ।

এ বিষয়ে চরদুয়াইর জামে মসজিদের ইমাম আমিনুর রহমান বলেন, প্রতারক চক্রটির সঙ্গে ফোনে কথা বলে আমার সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক মসজিদ কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীকালে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এটি প্রতারক চক্রের কাজ। ইউএনওর নামে কোনো টাকা-পয়সা চাওয়া হয়নি।

এন কে বি নয়ন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।