স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান

দুই বছরের সন্তানের পর চলে গেলেন নিজেও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালপুর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কীটনাশক পানে সন্তানের পর মারা গেলেন বাবাও। মারা যাওয়া ব্যক্তির নাম হান্নান শেখ (৪০)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে স্ত্রী সুফিয়া বেগমের (২৮) সঙ্গে ঝগড়া করে ঘাস মারার কীটনাশক পান করেন হান্নান শেখ। এসময় তার সন্তান আয়ানকেও বিষপান করান। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভোরের দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটি (২) মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান শেখ তিন বছর আগে উপজেলার নিখরিয়া গ্রামের সুফিয়া বেগমকে বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তিন মাস আগে দুই বছরের শিশু সন্তানকে রেখে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুফিয়া। পরে হান্নান শেখকে ছেড়ে চলে যান। ফলে দুই বছরের শিশু সন্তানকে নিয়ে হান্নান শেখ পড়েন বিপাকে। শিশু সন্তানকে লালন-পালনে নানা সমস্যার সৃষ্টি হয়।

সুফিয়াকে ফিরিয়ে আনতে দফায় দফায় চেষ্টা করেন হান্নান শেখ। তবে ব্যর্থ হন। এ ঘটনায় ভেঙে পড়েন হান্নান শেখ। ২২ ডিসেম্বর হান্নান শেখ নিজে ও তার দুই বছরের শিশু সন্তান আয়ান শেখকে ঘাস মারার কীটনাশক পান করান। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটিতে কয়েকদিনের চিকিৎসার পরও অবস্থার অবনতি হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে আয়ানের মৃত্যু হয়। ওইদিন রাতে মারা যান হান্নান শেখ।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।