মামলা করতে নেতার পেছনে না ঘোরার আহ্বান এসপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২

জনসাধারণের উদ্দেশে মুন্সিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ আমরা ততদিন আপনাদের সঙ্গে আপস করতে চাই না, যতদিন আপনাদের কোনো মামলা নেওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে। আপনার যদি কোনো মামলা নেওয়ার বিষয় থাকে থানা পুলিশ, ৯৯৯, মুন্সিগঞ্জের জন্য একটি হটলাইন নম্বর আছে। এরপরও এসপি মুন্সিগঞ্জের একটি নিজস্ব নম্বর আছে সেখানে একবার নক করলেই আপনার মামলাটি সঠিকভাবে রুজু হয়ে যাবে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকায় সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলার সংঘাতপ্রবণ পাঁচ চর হিসেবে পরিচিত আধারা, শিলই, বাংলাবাজার, মোল্লাকান্দি ও চরকেওয়ার ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

jagonews24

বক্তব্যে চরাঞ্চলে আধিপত্য নিয়ে হানাহানি, সংঘাত বন্ধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজের সবার সচেতনতাই পারে এ সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে।

অনুষ্ঠানে চরাঞ্চলের অন্তর্কোন্দল, গ্রুপিং, অবৈধ মাটি কাটা, নামে-বেনামে মামলাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চান উপস্থিত জনগণ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রবীর কুমার গাঙ্গুলি প্রমুখ।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।