জন্মনিবন্ধন সনদের জন্য বাড়তি টাকা আদায়, ২ পৌর কর্মচারী বরখাস্ত
ফেনীতে জন্মনিবন্ধন সনদের জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের ঘটনায় দুই পৌর কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে পৌরসভা কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া দুই কর্মচারী হচ্ছে- ফেনী পৌরসভার কর নির্ধারণ শাখার অফিস সহায়ক নুরুন্নবী ভূঁইয়া ও সহকারী কর আদায়কারী সেলিম উদ্দিন।
ফেনী পৌরসভার সচিব আবুজর গিফারী বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব শাখায় দায়িত্ব পালন করতে বলেছিলেন মেয়র। কেউ যেন নিজ শাখার কাজ ছেড়ে অন্য শাখার কাজে হস্তক্ষেপ না করে ও কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয় সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরসভায় দায়িত্বরত সবাইকে স্ব স্ব বিভাগে দায়িত্ব পালন করতে আগে থেকেই নির্দেশনা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে বরখাস্ত করা হয়েছে। ফেনী পৌরসভার সেবাগ্রহীতাদের সঙ্গে অন্যায় করলে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ছাড় দেওয়া হবে না।
আবদুল্লাহ আল-মামুন/এমএএইচ/