শরীয়তপুরে ইউপি নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনে পাঁচজনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

এরইমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী এলাকায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার এ জরিমানা করেন।

jagonews24

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ বিধিমালা যারা প্রতিপালন করেননি তাদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পাঁচটি পৃথক ঘটনায় আমরা মোট ২২ হাজার টাকা জরিমানা করেছি। তারা যেন আর এসব কাজ আর না করেন সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনে ভোট সুষ্ঠু করতে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। তবে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি রয়েছে। তাছাড়া বয়স্কদের অনেকের ফিঙ্গার প্রিন্ট মিলছে না। তাই বিকেল ৩টার পর তাদের ভোট আবার নেওয়া হবে বলে জানান কেন্দ্রে থাকা প্রিজাইডিং কর্মকর্তা।

জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, মূলনা ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৯টি ওয়ার্ডে ৩৬ জন সাধারণ সদস্য এবং ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে ১১ হাজার ৮৯৩ ভোটার রয়েছেন। এরমধ্যে ৬ হাজার ৩৭৭ জন পুরুষ ও ৫ হাজার ৫১৬ জন নারী।

jagonews24

গত ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ১১ ডিসেম্বর দেওয়া হয় প্রতীক বরাদ্দ।

অন্যদিকে, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যার একটি ওয়ার্ডে চলছে সাধারণ সদস্যদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাশেল মনির বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে রয়েছেন। কেন্দ্র ঘুরে দেখছি, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।

মো. ছগির হোসেন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।