শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ১৪ টি ট্রাক নিয়ে পদ্মা নদীতে নোঙর করে রাখা হয় কামেনি ও কুমারী নামের দুটি ফেরি। পরে সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
মো. ছগির হোসেন/আরএইচ/এমএস