বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক দরিদ্র মানুষ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

গাজীপুরের সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি ও রক্তের গ্রুপ নির্ণয় করেছে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও অসচ্ছল মানুষ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচি ভ্যর্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান, কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ। এ সময় কেকেএস’র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগীতায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় করে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। একই সঙ্গে বিনামূল্যে টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের ফিজিওথেরাপি ও অভিপ্রায় যুব সমাজ কল্যাণ সংস্থা রক্তের গ্রুপ নির্ণয় করেন। স্বাস্থ্যসেবার এ কর্মসূচিতে কালীগঞ্জ আদর্শ যুব উন্নয়ন ক্লাবের সদস্যরা সেবা দেন।

আব্দুর রহমান আরমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।