যশোরে হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

যশোরে উৎসব আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই বিস্তীর্ণ ফাঁকা মাঠজুড়ে মেলা বসে। মেলায় ছিলো নাগরদোলা, নানা পণ্য সামগ্রী ও খাবারের দোকান। রঙিন বেলুন হাতে নিয়ে ছিলো শিশুদের মাতামাতি। দল বেঁধে ছেলে-মেয়েরা ঘুরতে থাকে মাঠের এপার থেকে ওপারে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন দুপুরের পরপরই প্রতিযোগিতা শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। রাজাপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় যশোর, মাগুরা ও নড়াইলের ১১টি ঘোড়া অংশ নেয়।

শীতের পড়ন্ত বিকেলে গোধূলি লগনে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী এগারোটি ঘোড়া মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে ছুটতে শুরু করে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়ার প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার মানুষ। সবার দৃষ্টি মাঠের মাঝ দিয়ে ছুটে চলা ওই ঘোড়াগুলোর দিকে।

প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জলকরের বিল্লাল হোসেনের ঘোড়া প্রথম, একই উপজেলার সুখদেবনগরের নজরুল মুন্সীর ঘোড়া দ্বিতীয় এবং চৌগাছা উপজেলার আবিরের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোল্যা। প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

মিলন রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।