ঋণ নিয়ে পোল্ট্রি খামার, এক রাতেই আড়াই হাজার মুরগির বাচ্চার মৃত্যু
ফেনীর একটি পোল্ট্রি খামারে ১২ দিন বয়সের দুই হাজার ৫০০ মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের চরগণেশ গ্রামের ইউছুপ পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে। তবে কি কারণে মুরগির বাচ্চাগুলো মারা গেছে বলতে পারছেন না পোল্ট্রি চিকিৎসকরা।
ক্ষতিগ্রস্ত খামার মালিক মো. ইউছুপ বলেন, এনসিসি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে একটি ভাড়া খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করি। ১২ দিন আগে হ্যাচারি থেকে বয়লার মুরগির বাচ্চা কিনে খামারে আনি। পর্যাপ্ত আলো-বাতাস ও মনোরম পরিবেশ থাকার পরও হঠাৎ মুরগির বাচ্চাগুলো মারা গেছে। এখন আমি ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো জানি না।
সোনাগাজী উপজেলা প্রাণি সম্পদ অফিসে পোল্ট্রি খামার বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তাই ক্ষতিগ্রস্ত খামার মালিক মৃত মুরগির বাচ্চা নিয়ে ময়নাতদন্তের জন্য ছাগলনাইয়া উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. হরি কমল মজুমদারের কাছে যান। মৃত মুরগির বাচ্চাগুলো ময়নাতদন্ত করে তিনিও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।
সোনাগাজী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, আমি ডেইরি খামার বিশেষজ্ঞ চিকিৎসক। খামার মালিককে পোল্ট্রি খামার বিশেষজ্ঞ চিকিৎসক হরি কমল মজুমদারের পরামর্শ নেওয়ার জন্য বলেছি।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস