ফেনীতে ওবায়দুল কাদেরকে বরণ ১০ হাজার নেতাকর্মীর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর নোয়াখালী গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাওয়ার পথে ফেনীতে তাকে বরণ করে নেয় জেলা আওয়ামী লীগ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে নামেন।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিনন্দন জানান। নারী নেত্রীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস