বাহুবলে ৪ শিশু হত্যা : আরো দুই আসামির রিমান্ড মঞ্জুর


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আরো দুই আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার দুপুর ১টায় জুডিশিয়াল ম্যাজিস্টেট কৌশিক আহাম্মদ খোন্দকারের আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
 
পরে বিচারক আসামি আরজু মিয়াকে সাত দিন এবং বশির মিয়াকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যাকারীদের ফাঁসি দাবিতে হবিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র সমন্বয় ফোরাম।
 
পুলিশ জানায়, চার শিশু হত্যার ঘটনায় ১৭ ফেব্রুয়ারি আব্দুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা মঞ্জুর করেন। এরপর থেকে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা চলছিল। এর মাঝে জুয়েল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
 
এদিকে, ১৮ ফেব্রুয়ারি আব্দুল আলী বাগালের আরেক ছেলে রুবেল মিয়া, আরজু মিয়া ও বশির মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের মাঝে রুবেল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর দুই জনের ১০ দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ।
 
সর্বশেষ শনিবার গ্রামবাসী ঘেরাও দিয়ে থানায় খবর দিলে বশিরের ভাই সালেহ উদ্দিন আহমেদকে পুলিশ গিয়ে আটক করে। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মুক্তাদির হোসেন।
 
সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত তার রিমান্ড আবেদনের শুনানি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম। সোমবার সকালে সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সব স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ কাউসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি আতাউর রহমান সেলিম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি পরিচালক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।

বাদিপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। ফলে এটি দ্রুত বিচার আইনেই হওয়া উচিত। ইতিমধ্যে দুই আসামি জবানবন্দি দেয়ায় ঘটনার অনেক রহস্যই বেরিয়ে এসেছে। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্যই তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।