আওয়ামী লীগ খেলাবান্ধব সরকার: মেয়র লিটন
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খেলাধুলা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী খেলার গুরুত্ব বোঝেন। আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে জননেত্রী শেখ হাসিনা ফুটবল খেলাকে গুরুত্ব দিয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাবলিক ক্লাব মাঠে এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। এতে সারাদেশের মানুষ ফুটবল খেলায় ব্যাপক উৎসাহিত হয়েছেন।
তিনি বলেন, আমরা আশা করি আগামী দিনে আমাদের খেলার মান আরও যুগপোযোগী হবে। এ সময় কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকেও স্মরণ করেণ তিনি। পরে খেলার পুরস্কার বিতরণ করেন।
সোহান মাহমুদ/এফএ/জিকেএস