চলাচলের রাস্তা কাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২
অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিরোধের জেরে ৪০ বছরের পুরনো রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে মিজানুর রহমান মিজান নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ছয়জনকে পিটিয়ে জখম করা হয়।

এ ঘটনায় শনিবার (৩১ ডিসেম্বর) সকালে চরবংশী গ্রামের ব্যবসায়ী ইয়াকুব আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ওই শিক্ষকসহ ১২ জনকে এজাহারভুক্ত করা হয়। মিজানুর রহমান মিজান উপকূলীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরংশী গ্রামের দেওয়ান বাড়িতে ইয়াকুবদের সঙ্গে মিজানের চলাচলের রাস্তা নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করলেও মীমাংসা হয়নি। ৪০ বছরের চলাচলের রাস্তাটি বৃহস্পতিবার মিজানসহ তার সহযোগীরা খননযন্ত্র দিয়ে কাটা শুরু করেন। এতে বাধা দেন ইয়াকুব ও তার পরিবারের লোকজন।

এ সময় ইয়াকুব, শাহজাহান, শরীফ, আলাউদ্দিন, আনোয়ার ও মহিউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সময় রাস্তা কেটে ১ লাখ টাকা ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বলেন, জায়গা-জমি নিয়ে সমস্যা আছে। মামলা হতেই পারে। তবে হামলার বিষয়ে উত্তর না দিয়ে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মান্নানকে ঘটনাস্থল পাঠানো হয়েছে। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। এতে ইয়াকুবের করা মামলাটি নেওয়া হয়েছে। খুব শিগগির অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

কাজল কায়েস/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।