বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের পাঁচটি উপজেলায় ৯৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থী রয়েছেন। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য শতভাগ ২৭ হাজার ৪০৪টি বই বিতরণ করা হয়েছে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সাত লাখ ১৬ হাজার ৮৪৭টি বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে তিন লাখ ৭৩ হাজার ১৫০টি বই। যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম।

এ দিকে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, কাগজ সংকটে বই ছাপাতে দেরি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মূলত কাগজ সংকটে ছাপাতে দেরি হয়েছিল। সবধরনের বই এরইমধ্যে ছাপানোর কাজ শেষ হয়েছে। মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে। শিগগিরই বই জেলা ও উপজেলায় চলে আসবে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নতুন বছরে নতুন বই পাওয়া মানে শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়ে যাওয়া। বছরের প্রথম দিনে এ বিতরণ সরকারের বড় চ্যালেঞ্জ। যা কয়েক বছর ধরে হয়ে আসছে।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।