আশ্রয়ণের ঘরের সেপটিক ট্যাংকে মিললো স্কুলছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাগবঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকি থেকে আলহাজ (১৪) নামেও এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর আশ্রয়ণ প্রকল্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলহাজ হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে।

সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এর আগে শুক্রবার রাতে আলহাজ নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুদিন স্বজনরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়ি খুঁজেও না পেয়ে। সেপটিক ট্যাংকির ঢাকনা খোলা হয়। এসময় আলহাজের মরদেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।