ঐতিহ্যের ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বিলপাড়া এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পঞ্চগড়ের দেবীগঞ্জ ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে ৩০টি ঘোড়া অংশ নেন। এর মধ্যে ৪-৫ জন কিশোরও প্রতিযোগিতায় অংশ নেয়।

পঞ্চগড়ের বোদা থেকে ঘোড়দৌড় দেখতে আসা হাবিব বলেন, প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেলো। তবে এমন আয়োজন প্রতিবছর হলে ভালো হয়।

jagonews24

হাসিবুর ইসলাম নামের এক গোড়া মালিক বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেই। অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। সেই ধারাবাহিকতায় আজও জয়লাভ করি।

সাকন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে এ আয়োজন হয়। আগামীতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

jagonews24

আয়োজক কমিটির সদস্য ডা. মো. মাজেদুল হক জানান, ঐহিত্য টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞ।

প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পঞ্চগড়ের দেবীগঞ্চ উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।