জুনে চিলাহাটি থেকে চালু হবে আরেকটি নীলসাগর ট্রেন
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জুনে ঢাকা-চিলাহাটি রেল সড়কে আরেকটি নীলসাগর ট্রেন চালু হবে। বঙ্গবন্ধু সেতুর পাশের রেলসেতুর নির্মাণ শেষ হলে ট্রেনটি চালুর পরিকল্পনা করা হচ্ছে।
রোববার (১ জানুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় পৌছালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান তাকে স্বাগত জানান।
এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে মিটারগেজ (ছোটলাইন) ও ব্রডগেজ (বড়লাইন) এ দুই ধরনের রেলযোগাযোগ ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থা ভেঙে বহির্বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের দেশেও শুধু ব্রডগেজ যোগাযোগ ব্যবস্থা চালু করা উদ্যোগ নিয়েছি। এতে করে রেলসেবা আরও গতিশীল হবে।
তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হয়েছে। এ কারখানার ভিতরে একটি নতুন কোচ বা ক্যারেজ নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। শূন্য পদের জন্য বিশেষ করে খালাশি পদে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে খুব শিঘই নতুন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে এ নিয়োগ দেওয়া হবে।
আরএইচ/জিকেএস