নৌকা নিয়ে এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় ভাসলেন ওদুদ
নৌকার মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে ফিরলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দ্বারিয়াপুরে ফুলের মালা দিয়ে বরণ করেন আব্দুল ওদুদকে। পরে জেলা শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নৌকা প্রতীকে ভোট চেয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল ওদুদ।
রোববার (১ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আব্দুল ওদুদকে নৌকার প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।
এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। ফলে বিএনপির এমপিদের আসনগুলো শূন্য হয়। সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোহান মাহমুদ/এফএ/এমএস