শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৩ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্বশুরবাড়ি থেকে রশিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালাফ উদ্দীনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রশিদুল পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুলুভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ধনিবস্তী গ্রামের সালমান শাহ জানান, রোববার (১ জানুয়ারি) রাত ৯টার পর শ্বশুরবাড়িতে আসেন রশিদুল। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মৃত রশিদুলের ভাই মাসুদ রানা বলেন, আমার ভাই দুই বছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও দুইবার বাড়িতে বিষপান করেছিলেন। দ্রুত চিকিৎসা করানোয় বেঁচে যান। এরপরে তাকে চোখে চোখে রাখতো পরিবারের সবাই। শ্বশুরবাড়িতে এসে এমন ঘটনা ঘটাবে, তা কারও ধারণা ছিল না। ভাইয়ের মৃত্যু নিয়ে কোনোপক্ষের কোনো অভিযোগ নেই।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

তানভীর হাসান তানু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।