লক্ষ্মীপুরে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের মারামারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী। লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের উপস্থিতিতেই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের তাজমহল সিনেমা হলের সামনে আয়োজিত সভায় মারামারিতে জড়ান নেতাকর্মীরা।

ছাত্রলীগের তিন নেতা জানান, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রায়পুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা করা হয়। রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এ আয়োজন করে। অতিথিদের নেতাকর্মীরা সভাস্থলে এসে চেয়ারে বসা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ক্যানির নেতৃত্বে পৌর কমিটির কর্মীদের মারধর করা হয়। এতে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। পরে অতিথিসহ সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মারামারিতে ক্যানির অনুসারী আরিফ হোসেন ও পৌর ছাত্রলীগের কর্মী শাকিল হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মারামারিতে জড়ানো ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ক্যানি বলেন, ‘আমি মারামারির ঘটনায় জড়িত নই। যারা মারামারি করেছে তাদের ছাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, ‘চেয়ারে বসা নিয়ে মারধর কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমাদের ভালো কাজগুলো নিয়ে কোনো সাড়া পাওয়া যায় না। সভায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমার চোখে পড়েনি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি কেউ আমাকে জানাননি। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আমি লক্ষ্মীপুরে ছিলাম।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।