নৌকার সঙ্গে থাকলে আমিও ব্র্যান্ডিং হবো: মাহি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

নৌকা প্রতীক একটি ব্র্যান্ড উল্লেখ করে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা হচ্ছে সারাদেশের একটি ব্র্যান্ড। নৌকার সঙ্গে থাকতে পারলে আমিও ব্র্যান্ডিং হবো। তাই আমি সব সময় নৌকার হয়ে মাঠে কাজ করতে চাই।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। তবে এতে আমার ক্ষোভ নেই। আমি মনোনয়ন পেলে যেভাবে নৌকার হয়ে ভোটের মাঠে থাকতাম, এখনো থাকবো। এই চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নৌকা ৫০ হাজার ভোটে জিতবে। নৌকার সঙ্গে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো।’

তিনি বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে এ কথা এতদিন মানুষ জানত না। আমি কয়েকদিন এখানে আসায় এখন সবাই জানে আমি এখানকার মেয়ে। তাই আমি চাই গরিব অসহায় মানুষের কাছে থেকে সেবা করতে। চাই নিজ এলাকার মানুষের পাশে থাকতে।’

সোহান মাহমুদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।