কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ কেটে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনের পাইপ কেটে মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পালরদী নদীর আলীনগর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে ওই এলাকার প্রভাবশালী তোফাজ্জেল সরদার, সুমন ও কাওছারসহ একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে সেখানে বেশকিছু পাইপ ভেঙে দেওয়া হয়।

এদিকে অবৈধ বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদার, সুমন ও কাওছারের নামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওহাব বাদী হয়ে মামলা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কিছু পাইপ ভেঙে দেওয়া হয়েছে। বালু ব্যবসায়ীদের নামে একটি মামলা দেওয়া হয়েছে। তবে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।