‘শুভেচ্ছার চাপে’ বিশ্রাম নিতে পারেননি, হাসপাতালে আ’লীগ নেতা
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনের দায়িত্বরত চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি। এরআগে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বিপুল ঘোষের ভাগনে সঞ্জীব দাস জাগো নিউজকে বলেন, ‘দুদিন আগে চতুর্থবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। এই খবর ফরিদপুরে চাউর হওয়ার সঙ্গে সঙ্গে তার বাসায় আসতে থাকেন তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। প্রতিটি নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাতের কারণে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। অতিরিক্ত এই চাপের কারণে তার এমনটি হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যে কারণে তাকে হাসপাতালে ভর্তির পর বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ইউনুস আলী বলেন, ‘কয়েকদিন হয়তো তাকে হাসপাতালে থাকতে হতে পারে। এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকা এবং জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ করা হয়েছে।’

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয় সোমবার (২ জানুয়ারি)।
ওইদিন টিভির পর্দায় এই ঘোষণা দেখে দলে দলে ফরিদপুরে বিপুল ঘোষের বাসায় আসতে থাকেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তারা ফুলের তোড়া দিয়ে বিপুল ঘোষকে অভিনন্দন জানান।
এন কে বি নয়ন/এসআর/এএসএম