পাবনায় ফাঁকা বাসায় ফাঁস নিলো দশম শ্রেণির ছাত্রী
পাবনার চাটমোহর পৌরশহরের কাজীপাড়া মহল্লায় কনক জাহান আঁখি (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত স্কুলছাত্রী চাটমোহর পৌরশহরের আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে। সে পাবনা শহরের আদর্শ গার্লস বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
মৃত ছাত্রীর পরিবারের স্বজনরা জানান, কয়েক মাস আগে আঁখির মা মারা যান। এরপর তার বাবা কামাল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। চাটমোহর পৌরশহরের আফ্রাতপাড়া মহল্লায় বাড়ি হলেও সম্প্রতি তিনি কাজীপাড়া মহল্লায় বাসা ভাড়া নেন।

বুধবার আঁখির সৎমা তার ছোট ভাইবোনদের স্কুলে নিয়ে যান। এসময় আঁখি একাই বাসাতে ছিল। বিকেলে তার সৎমা ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ভেন্টিলেটর ভাঙা হয়। সেখান দিয়ে স্বজনরা ফ্যানের সঙ্গে আঁখির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাত ৮টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ রাতেই পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/এএসএম