সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

ঘন কুয়াশা কেটে যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে প্লেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কম থাকায় কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ।

তিনি বলেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুটি ফ্লাইট  সঠিক সময়ে অবতরণ করতে পারেনি। তবে কুয়াশা কেটে যাওয়ায় কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০০ মিটার। সকাল ১০টায় ৯০০ মিটার। যা দুপুর ১টায় বেড়ে দাঁড়ায় ১৮০০ মিটারের বেশি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।