স্বতন্ত্র প্রার্থী হওয়া আমার মৌলিক অধিকার: বহিষ্কৃত যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন

জন্ম ও পারিবারিক সূত্রে আওয়ামী লীগ হলেও কখনো কখনো নীতির সঙ্গে যুদ্ধ করে দলের বাইরে গিয়ে কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ যুবলীগের বহিষ্কৃত নেতা সামিউল হক লিটন।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার নৈতিক ও গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ করি বলে যে আমি স্বতন্ত্র হতে পারবো না এমনটা নয়। স্বতন্ত্রতা আমার প্রধান মৌলিক অধিকার, আওয়ামী লীগ না। এজন্য আমি স্বতন্ত্র ভোট করছি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লিটন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন আমাকে নিশ্চিত করেছে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান তারা করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার ভোট করার এটাও একটি অন্যতম কারণ। তবে এ নির্বাচনে আমার ভোট করার আরও একটি প্রধান কারণ হলো, জনগণ আমাকে চায়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সামিউল হক লিটন।

এদিকে, শূন্য ঘোষিত জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরও ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্য পদত্যাগ করায় ১ ফেব্রুয়ারি দুটি আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।