অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মোরসালিন আলী (২২) নামের এক অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) যান ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি। মোরসালিন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হার্টের সমস্য নিয়ে কিছুদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এসময় ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন এ নায়িকা।

এসময় চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, রামেক ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।