রহনপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রহনপুর কলেজমোড় এলকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৬টা ২০ মিনিটের রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে মাথা কেটে এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি। মরদেহ দেখ দেখে হচ্ছে ওই যুবকের বয়স ২০ থেকে ২২ হবে।

রহনপুর রেলওয়ে পুলিশের এএসআই কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করবে।

সোহান মাহমুদ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।