এক সপ্তাহ সূর্যের দেখা নেই মাদারীপুরে, শীতে বিপর্যস্ত জীবন
মাদারীপুরে প্রচণ্ড শীত ও ঠান্ডা বাতাসে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্তও সূর্যের দেখা মেলেনি।
মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এর ফলে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট, ফসলি জমিসহ চারপাশ। এক সপ্তাহেও দেখা মেলেনি সূর্যের।

খোঁজ নিয়ে দেখা যায়, শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। বিশেষ করে গ্রামের মানুষগুলো ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন।
মাদারীপুর সদর উপজেলার রাস্তি গ্রামের কৃষক সফিক বেপারী বলেন, গত এক সপ্তাহ ধরে অনেক শীত। এই প্রচণ্ড শীতের মধ্যেও কাজে নামতে হয়। তাই অনেকটা অসুস্থ হয়ে পড়েছি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ঠান্ডায় সবাইকে সর্তক থাকতে হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, শীতার্ত মানুষের জন্য সরকার বেশ কিছু কম্বল বরাদ্দ দিয়েছে। যার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। তালিকা করে অসহায় মানুষকে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, প্রচণ্ড শীতে মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই তালিকা করে অসহায় মানুষদের মধ্যে কম্বল দেওয়া হচ্ছে।
এফএ/এমএস